f

Farmers Market Asia

এখন কীটনাশক ছাড়াই প্রতিরোধ করুন ধানের ক্ষতিকর পোকামাকড় কে।

Published on 19th September 2022

গবেষণায় দেখা গেছে কেমিক্যাল কীটনাশক শরীরে দীর্ঘ ও স্বল্প মেয়াদী নানারকম রোগ বালাইয়ের তৈরি করে। তাছাড়া ও তা জমির ক্ষতিকর পোকামাকড় মারার সাথে সাথে মেরে ফেলতে পারে জমির ফসলের জন্য উপকারী পোকামাকড় কে মেরে ফেলার মাধ্যমে কমিয়ে আনতে পারে জমির উর্বরতা। আবার কীটনাশক ব্যবহারে ধান উৎপাদনে ব্যয় ও বেড়ে যায়।

তাই, পোকামাকড় আক্রমনের প্রাথমিক পর্যায়ে কীটনাশক ব্যবহার না করে, কৃষি নিচে লিখা পদ্ধতি অনুসরন করে, সেসব পোকামাকড় দমন করুন স্বল্প খরচেই।

 • পোকার নাম: পাতামাছি, চুঙ্গি পোকা, বাদামি গাছ ফড়িং, সাদা পিঠ গাছ ফড়িং
  দমনের উপায়: জমির পানি বের করে দেওয়া।
 • পোকার নাম: লেদা পোকা, ছাত্রা পোকা, জমিতে লুকিয়ে থাকা পোকা।
  দমনের উপায়: জমিতে পানি দেওয়া
 • পোকার নাম: মাজরা পোকা, শিষ কাটা লেদা পোকা
  দমনের উপায়: ধানের নাড়া পুড়িয়ে ফেলা।
 • আলোতে আকৃষ্ট পোকা।
  দমনের উপায়: আলোক ফাঁদ ব্যবহার করা।
 • পামরি ও অন্যান্য পোকা
  দমনের উপায়: হাত জালের ব্যবহার করে
 • পোকার নাম: থ্রিপস পোকা
  দমনের উপায়: ইউরিয়া সারের উপরি প্রয়োগ।
 • পোকার নাম: পামরি পোকা
  দমনের উপায়: পাতার অগ্রভাগ কেটে দেয়া।

এছাড়াও জমিতে ডাল পালা পুঁতে দিয়ে সবরকম পোকা মাকড় প্রতিরোধ করা সম্ভব খুব সহজেই।

#FarmersMarketAsia #FMA #BRRI